লোহাগাড়ায় চোরের দায়ের কোপে গুরুতর আহত মা-মেয়ে

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার লোহাগাড়ার আমিরাবাদে চোরের দায়ের কোপে মা–মেয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মঙ্গলনগর বণিক পাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার প্রবাসী স্বপন ধরের স্ত্রী লিপি ধর (৪৫) ও তার কন্যা প্রিয়া ধর (২৪)।

স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারফু ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভোরে লিপি ধর তার মেয়েকে বসতঘরে ঘুমের মধ্যে রেখে পুকুরে গোসল করতে যান। এই সুযোগে পার্শ্ববর্তী স্থানীয় আনিসুর রহমান সুমন নামে ১ যুবক প্রবাসী স্বপন ধরের বসতঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবার সময় মেয়ে প্রিয়া ধর চুরির বিষয়টি বুঝতে পারেন। তখন মেয়ের চিৎকারে পুকুর থেকে মা লিপি ধর এগিয়ে আসলে তাদেরকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় চোর। এতে তারা মা–মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।আ

মন্তব্য করুন