বায়েজিদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া
অনলাইন ডেস্ক : আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ থানার শান্তিনগরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় একদল যুবক। এ সময় যুবকদের অস্ত্র উচিয়ে প্রতিপক্ষকে গুলি করতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অস্ত্রধারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অস্ত্রধারীরা স্থানীয়ভাবে ‘সন্ত্রাসী’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অনুসারী হিসাবে পরিচিত। পুলিশ জানিয়েছে অস্ত্রধারীদের চিহ্নিত করতে পারেনি।
স্থানীয় লোকজন জানান, বায়েজিদ শান্তিনগর এলাকায় জনৈক মনির হোসেন পাঠোয়ারীর ৪ শতকের একটি জমি রয়েছে। বিগত সরকারের আমলে মনিরের কেয়ারটেকারকে বের করে দিয়ে ইলিয়াছ নামের ১জন দখলে নেয়। গত বুধবার বিকেলে ‘সন্ত্রাসী’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অনুসারী করিম ওরফে রেলবিট করিম, সাগর ওরফে কালা সাগর, টিপু তালুকদার ও দেলোয়ার হোসেন ওরফে সেভনে দেলু প্রকাশ্যে অস্ত্র নিয়ে ইলিয়াছের কেয়ারটেকারকে বের করে দিয়ে জমিটি দখলে নেয়। এ সময় তারা স্থানীয় বিএনপির একটি অফিসও ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল পাঁচটার সময় একটি শর্টগান হাতে নিয়ে প্রতিপক্ষকে গুলি করে করিম। এ সময় সাগর, টিপু ও দেলোয়ারের হাতে পিস্তল দেখা যায়। অস্ত্রধারীরা সবাই বার্মা সাইফুলের অনুসারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এ ঘটনায় বার্মা সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পাঁচলাইশ থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা।
অভিযোগে তিনি বলেন, সাইফুল ওরফে বার্মা সাইফুল, দেলোয়ার, সাগরসহ প্রায় ১৫/২০ জন যুবক বুধবার বিকেল পাঁচটার সময় শান্তিনগরে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় তাদের হাতে পিস্তল ও নানা ধরনের ধারালো অস্ত্র দেখা যায়।
জানতে চাইলে বায়েজিদ থানার পরিদর্শক (ওসি) আরিফুর রহমান সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিনগরে কিছু যুবক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। তবে অস্ত্রধারীদের আমরা চিহ্নিত করতে পারিনি। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।পূ।