লামা প্রেসক্লাব সেক্রেটারী কন্যার শুভ বিবাহ সম্পন্ন

মোহাম্মদ আবুল হাশেম (লামা) বান্দরবান থেকে :
বান্দরবানের লামা উপজেলায় দুই সাংবাদিক পরিবারে বৈবাহিক সম্পর্কের মধ্যদিয়ে আত্মীয়তার নতুন যোগসূত্র রচিত হলো। বৃহস্পতিবার (চন্দমাস ১৩ শা’বান হিজরি-১৪৪৬,৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীস্টাব্দ) মধ্যাহ্নে বাদে জোহর লামা ‘সততা পোল্ট্রি’র প্রো: লামা সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ (মিন্টু) এর একমাত্র পুত্র, উদীয়মান ব্যাবসায়ী মোঃ নুরুল ইসলাম (জিসান) ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামানের একমাত্র কণ্যা কাশফিয়া জামান (কেকা) এর শুভ বিবাহ সম্পন্ন হয়। এর আগেই দুই পরিবারের পছন্দ ও সম্মতিক্রমে দিন তারিখ নির্ধারিত হয়। লামা পৌরসভা ৭ নং ওয়ার্ড কণের পিত্রালয় অজিফা মঞ্জিল-এ শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ইসলাম ধর্মীয় অনুশাসনের বিষয় গুরুত্ব বিবেচনায় নববধূকে ক্যামেরার সামনে কিংবা প্রকাশ্যে আনা হয়নি। নুরুল ইসলাম জিসান’র বাড়ি, লামা পৌরসভার ১ নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামে (জিসান মঞ্জিল-আনোয়ারা ভিলা)। আকিজ ফিড ও এজেন্ট, লামা সততা পোল্ট্রি ব্যাবসায়ীর একমাত্র পুত্র নুরুল ইসলাম জিসান। বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছিলেন। ওই দিন বরপক্ষসহ দাওয়াতি অতিথিবর্গের মধ্যাহ্ন ভোজের পর বিকেল সাড়ে ৪টার জিসান-কাশফিয়ার যুগলবন্দী আচার অনুষ্ঠান হয়। মুসলিম রীতি অনুসারে এসয় কেবল দুই পরিবারের লোকদের উপস্থিতি ছিলো। তারা মহান আল্লাহর কাছে নতুন জীবনে সুখ সমৃদ্ধি কামণার জন্য সকলের দোয়া চেয়েছেন। এ সময় ছেলে-মেয়ের উপর আল্লাহর রহমত সুখ শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন বর ও কণের অভিভাবকগন। পরে বিকেল ৫টার দিকে পিত্রালয় থেকে কণের বিদায়কালে এক আবেগঘন পরিবেশের উদ্ভব ঘটে। আবহমান কাল থেকে বাপের বাড়ি ছেড়ে যাওয়ারকালে কণেসহ স্বজনদের কান্নার রোল পড়ে যায়। চিরায়ত বাস্তবতায় শাশ্বত আর্তনাদে,এসময় বিয়ে বাড়ির সকল আনন্দ বিষাদে পরিনত হয়।

মন্তব্য করুন