রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু অপহরণ করে হত্যা, সাতকানিয়ায় লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার জেলার উখিয়া থেকে অপহৃত ১ রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম একরাম (১৩)। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানি পুল এলাকা থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত একরাম উখিয়া উপজেলার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বসবাসরত মো. ইদ্রিসের ছেলে‌।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম সাংবাদিকদের জানান, গত ৩ এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুটির মামা কামাল উদ্দিন তাকে অপহরণ করে সাতকানিয়া নিয়ে আসেন। পরে নিহত স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে শিশুটির সন্ধান না পেয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত কামাল উদ্দিনকে গত ১৩ এপ্রিল সাতকানিয়ার নয়াখাল এলাকার একটি ইটভাটা থেকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে আজ বুধবার সকালে উখিয়া ও সাতকানিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঠানিপুল এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার‌ করে।আ

মন্তব্য করুন