
অনলাইন ডেস্ক : জুলাই সনদে স্বাক্ষর করবে গণফোরাম। রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এল,ডি হলে দলটির দুইজন প্রতিনিধি সনদে স্বাক্ষর করবেন। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও স্বক্ষর করেননি গণফোরাম।
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী ক্ষুদেবার্তায় জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এল,ডি হলে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করবে গণফোরাম।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করেছেন বিএনপি-জামায়াতে ইসলামীসহ ২৪ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে দেশের প্রধান দলগুলো সাড়া দিলেও সনদের আইনি ভিত্তি এখনো না দেওয়ায় সই করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে গণফোরামের দুই জন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন- দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, ভুল বুঝাবুঝির কারণে তারা শুক্রবার সনদে স্বাক্ষর করেনি। আমরা বলেছিলাম ১৫০(২) অনুচ্ছেদের ৭ম তফসিল তথা স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়া যাবে না। একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কারণ আমরা প্রথমে (স্বাক্ষরের আগে) চূড়ান্ত (জুলাই সনদ) কপিটি পাইনি। অনুষ্ঠান শেষে সেটি সরবরাহ করা হয়েছে। আমাদের দাবি পূরণ হয়েছে।
গত ১৪ অক্টোবর রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্যে সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদ সংশোধন করা হবে এবং সংশ্লিষ্ট ৫ম (বঙ্গবন্ধুর ৭ মার্চ), ৬ষ্ঠ (বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা) এবং ৭ম (স্বাধীনতার ঘোষণাপত্র) তফসিল সংবিধানে রাখা হবে না।
গণফোরামের পক্ষ থেকে জানানো হয় ৭ম তফসিল বাদ না দিলে সনদে স্বাক্ষর করবে না। দলগুলোর দাবির মুখে গত বৃহস্পতিবার কমিশন ৭ম তফসিল বাদ দেওয়ার প্রস্তাব থেকে সরে আসে। স্বাক্ষর অনুষ্ঠানের পর দলগুলোর কাছে দেওয়া চূড়ান্ত জুলাই সনদে সেটি উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির মধ্যে বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ মার্কসবাদী দল জুলাই সনদ স্বাক্ষর করবে না বলে আগেই জানিয়েছে।আ