শৈলমং মার্মা (রুমা) বান্দরবান: আজ বুধবার সকাল ১০ ঘটিকায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেক্টর এর অধীনস্থ রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭০২৫ লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা, পিএসসি কর্তৃক শিক্ষা সহায়ক সামগ্রী সর্বমোট ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
উক্ত বিদ্যালয়ে ২জন অফিস সহায়ককে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, এসএমসি ও শিক্ষার্থীদের অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। এতে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয় এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ হয়।
রুমা ব্যাটালিয়ন অধিনায়ক বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষিত প্রজন্নই একটি দেশের প্রকৃত সম্পদ। সীমান্ত এলাকায় বসবাসরত শিশুদের শিক্ষার মানোন্নয়ন ও অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে এবং শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
শিক্ষার্থীরা এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং বিদ্যালয়ের শিক্ষকরা বিজিবি’র এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
এছাড়া রুমা সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন শেষে শারদীয় দুর্গা পূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মন্দিরের সভাপতি নিকট নগদ ১০০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
পাশাপাশি অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মন্দির কর্তৃপক্ষের হাতে ২ টি ও মন্দির সংলগ্ন লিমুঝিড়ি পাড়ায় ৬ টি ফায়ার এক্সটিংগুইসার তুলে দেওয়া হয়।
বিজিবির এ জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় জনগণ বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।