
সালা উদ্দীন কাদের : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে শনিবার (২২ জুন) সকালে রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড, ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম।
রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল’র সঞ্চলনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বাষির্কী সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ’র সাবেক দপ্তর সম্পাদক এম এ মন্জুর, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সুজন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, আওয়ামী লীগ নেতা ও কাওয়ারখোপ ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। এসময় রামু উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আজ ৭৫ বছরে পর্দাপন করেছেন। জাতির জনকের ঐতিহাসিক ভাষনের মাধ্যমে এই দেশ স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল।
সেই স্বপ্ন পূরনের মাধ্যমে আমরা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করে মুজিব আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন।