রাজাশাহীর বাগমারা থানার চাঞ্চল্যকর মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিরুল হত্যা মামলার পলাতক আসামি মোঃ খোরশেদ আলমসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৯ মে) রাত সাড়ে বারোটার দিকে বাকলিয়ার রাহাত্তারপুল হারুন কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-০৭ আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন -নওগাঁ জেলার আত্রাই থানা এলাকার মৃত সেকান্দার আলীর মোঃ খোরশেদ আলম (৪৫) এবং একই এলাকার আলীম উদ্দিনের ছেলে মোঃ ভুটু প্রকাশ প্রামানিক (৪২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ০৫ এবং ০৭ যৌথ অভিযানে রাজশাহীর বাগমারা থানার হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাদেরকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।আ