
নিজস্ব প্রতিনিধি : ৭ দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলন রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থী রাজশাহী মহানগরের উদ্যোগে ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী রেলগেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেলগেট চত্বরে আসেন। এরপর সেখানে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- রুহুল আমিন, আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের ১০ম গ্রেড হাতছাড়া। বিএসসিদের দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব।যু