রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে সংস্কারেও লাভ নেই: আমীর খসরু

খবর ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের ভিন্ন মতভেদ থাকলেও একে অপরকে সম্মান জানানো শিখতে হবে। নয়তো সংস্কার করেও কোনো লাভ নেই। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।

১৫মার্চ, শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ১৬ বছর ধরে গুম-খুন, পুলিশের হেফাজতে ও কারাগারে চিকিৎসা না পেয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী মারা গেছেন। বেগম খালেদা জিয়াকেও কারাগারে চিকিৎসা দেওয়া হয়নি। অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তবে এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, প্রকৌশলী মোমিনুল হক, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সম্মিলিত পেশাজীবী পরিষদ সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন