রাঙামাটির সাজেকে ভ্যালিতে আগুন

নিজস্ব প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের একটি রিসোর্টে আগুন লেগেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ভ্যালির মনটানা রেস্টুরেন্টের পেছনের একটি রিসোর্টের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, আগুনের ঘটনার পরই স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাজেকে ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন অনেক বড়। এখন কিছু বলা সম্ভব না বিস্তারিত পরে জানাব।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন