
রক্তচোষা পিচাষ
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
রক্তে কেনা স্বাধীনতা
একাত্তরের ডাক,
রক্তে ভেজা মায়ের আঁচল
বিশ্বটা আজ অবাক।
রাজপথ হলো রক্তে রঞ্জিত
শূন্য মায়ের কুল,
অধিকার আদায়ের মিছিলে আজ
ঝরেছে তাজা ফুল।
অধিকারের জন্য লড়াই করে
হয়েছে রাজাকার,
স্বৈরাচারের সন্ত্রাসী হামলায়
রাজপথে রক্তের জোয়ার।
রক্তে ভেজা স্বাধীন পতাকা
করেছিলো বাঙালি লড়াই,
সেই রক্ত লালে লাল হইলো
২৪শের ১৫ ই জুলাই।
রক্তে ভেজা মাতৃভাষা
রক্তের ইতিহাস,
ক্ষমতালোভী পশুগুলো
রক্তচোষা পিচাষ।