সেলিম চৌধুরী,বিভাগীয় প্রধান,রংপুর :
গংগাচড়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। গত ১৫/০৩/২০২৪ ইং রোজ শুক্রবার সকালে রংপুর জেলার গঙ্গাচড় থানার চেংমারি গ্রামের বাসিন্দা মৃত কাইমুল্লা পন্ডিতের ছেলে বৃদ্ধ মোঃ আব্দুর রহিম (৬০) এর উপর এ হামলার ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, তার নিজ জমির ধান ক্ষেত দেখতে যান, তার ক্ষেত সংলগ্ন বাসার ছাগল খেতের ভিতর ডুকে ক্ষেত নষ্ট করছিল দেখে তিনি ছাগল তাড়িয়ে দিয়ে ছাগল এর মালিক অর্থাৎ ক্ষেত সংলগ্ন বাসার লোকজনকে কিছুটা বকাবকি ও সতর্ক করে চলে আসে।
এ বিষয় কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মোঃ আবদুল হালিম (৬৫) এর নেতৃত্বে তার সাথে থাকা মোঃ মোশারফ হোসেন (৪০), মোঃ আশরাফুল ইসলাম (৩৩), মোঃ ছগির আলী (৪৫),
মোছাঃ মালেকা বেগম (৫৮), মোছাঃ হাসিনা বেগম (২৮), সহ সকলে মিলে জোরপূর্বক অনঅধিকার প্রবেশ করে মোঃ আব্দুর রহিমের বাসায় ঢুকে মোঃ আব্দুর রহিম ও তার ছেলে মোঃ সেলিম মিয়া (৩৫) এর উপর এলোপাথারি সন্ত্রাসী হামলা করে। এতে গুরুতর আহত করে এবং মোঃ আব্দুর রহিম এর প্রতিবন্ধী স্ত্রী মোছাঃ শেফালী বেগমকে এলোপাতাড়ি মার-পিঠ করে পরনের কাপড় খুলে শ্রীলতাহানি করে, পরে সকলকে গুরুতর আহত করে বাসা ভাঙচুর ও লুটপাট করে আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে সকলে ঘটনাস্থল ত্যাগ করে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় রমেকে বাবা ও ছেলে চিকিৎসাধীন রয়েছে, উক্ত ঘটনার ব্যাপারে গত ১৬/০৩/২০২৪ ইং ভুক্তভোগী গংগাছড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত জড়িতদের বিরুদ্ধেও যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদেরও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গংগাচড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান এর সাথে যোগাযোগের জন্য একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য নেয়া সম্ভব হয় নাই। এদিকে অভিযোগকারি উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দুষিদের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।