
সেলিম চৌধুরী (জেলা প্রতিনিধি) রংপুর থেকে :
বিভাগীয় নগরী রংপুরে সিটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর সিও বাজার এলাকায় ফিতা কেটে সিটি বাস সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম মজিদ, বিআরটিসি’র ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, বিআরটিএ’র উপ-পরিচালক আব্দুল কুদ্দুসসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে বিআরটিসি’র দুটি বাস নগরীর সাতমাথা থেকে সিওবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। পর্যায় ক্রমে আরও বাস চালু করা হবে এবং যাত্রীদের সুবিধা বিবেচনা করা হবে বলেও জানানো হয়।
মূলত রংপুর নগরীর যানজট কমাতে এমন উদ্যেগ নেয়া হয়। সিটি বাস সার্ভিসের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১০ টাকা।