
নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আপনাদের স্পষ্ট করে বলতে চাই আমরা এনসিপি করি বলে বিএনপি ও জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে- এ কালচার আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশে এই নোংরা কালচার আর দেখতে চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে জেলা-উপজেলায় কাজ করবো। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা।
যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবেন। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, সেই প্রতিনিধির কোনো দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, মানুষের জন্য কাজ করে তাহলে তাকেই আপনারা নির্বাচিত করবেন।
মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট আজাদ মোড় রাজলক্ষী চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে ভালো কাজ করে, ভালো মানুষ হয়, সে যদি আমার দলের নাও হয়, তাহলেও আপনারা তাকেই ভোট দিন।
কারণ ভালো মানুষের কাছে ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের কাছে মার্কা আর দল দেখে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় এলাকায় চাঁদাবাজির করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার করা হবে।
এ সময় বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক আলী নাছের খান, যুগ্ম মূখ্য সংগঠক সাদিয়া ফারজিনা দিনা, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাইদ লিয়ন, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার মিথুন, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সভাপত্বি করেন প্রভাষক আব্দুল মান্নান সরকার, সংগঠক ঘোড়াঘাট উপজেলা।
পথসভা শেষে ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড় এলাকায় এনসিপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
সভা শেষে তিনি হাকিমপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হন। হাকিমপুরের পর বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী, পার্বতীপুর উপজেলার পথসভায় বক্তব্য রাখেন।
এর আগে তিনি রংপুর থেকে এসে দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাটের পথসভায় যোগ দেন।বা:প্র।