সাকিব তিন চার ও এক ছক্কায় সাজান ১৭ বলে ২৭ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আটলান্টা ফায়ার।
অনলাইন : এশিয়া কাপে না খেললেও মাঠে রয়েছেন সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আলো ছড়াচ্ছেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রথম ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্যে বাজিমাত করেছেন সাকিব।
মরিসভিলে র্যাপটর্সকে ৯৬ রানে হারিয়েছে সাকিবের দল আটলান্টা ফায়ার। ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ২৭ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ৯ রানে নিয়েছেন ২ উইকেট।
আটলান্টার শুরুটা ভালো না হলেও স্টিভেন টেইলর ও সাকিবের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। টেইলর ৬২ বলে ১২ ছক্কায় ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলেন। সাকিব তিন চার ও এক ছক্কায় সাজান ১৭ বলে ২৭ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আটলান্টা ফায়ার।
জবাবে ব্যাট করতে নেমে মরিসভিলে পড়ে মহাবিপাকে। সানি প্যাটেল ও সাকিবের বোলিং দাপটে মাত্র ১১ রানে পড়ে যায় ৬ উইকেট। সপ্তম উইকেটে ৭৩ রানের জুটি গড়লেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। সাকিবের জোড়া শিকারের পাশাপাশি সানি প্যাটেল নেন তিনটি উইকেট।ন