যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার

খবর অনলাইন :
যারা হরতাল-অবরোধ দিয়েছে তারাই তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপির বিদেশে থাকা নেতাদের নির্দেশেই নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করেছে দেশীয় এজেন্টরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।

তিনি বলেন, ভোরে বনানী- কাকলি এলাকায় পৌঁছালে ট্রেনের মধ্যে সিটে আগুন দেখতে পায় যাত্রীরা। এরপর আগুন ছড়িয়ে পড়ে। নাশকতাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এর আগে এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

মন্তব্য করুন