মুজিব এলো ফিরে
মোঃ রেজন মিয়া (তুফান)
মিঠাপুকুর, রংপুর।
১৯২০ সালের ১৭ই মার্চ খোকা জন্মগ্রহণ করেছে, শেখ পরিবারে! বাংলার পরিমল। দেশের জন্য তাঁর চিন্তা অবিরত থেকে চলেছিল, খোকা একজন সাহসী রাজনীতিবিদ; বাঙালিরা সবাই তাঁকে চিনে, কারণ তিনিও বাঙালি। ১৯৪৭ সাল থেকে ২৪ বৎসর পূর্ব বাংলার উপর নির্যাতন-নিপীড়ন-শোষন করেছে পাকিস্তানি বাহিনী। ১৯৭০ সালে ভোটে আ.লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েও ক্ষমতা পায়নি। ১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যরাতে (২৬ মার্চ) খোকাকে পাক-হানাদার গ্রেফতার করে; সেই ঘটনার অব্যহিত পূর্বে খোকা ভাষণ দিয়েছিলেন,স্বাধীনতা চাই। সেই ভাষণে প্রচুর লোক তাঁর ডাকে সাড়া দিয়েছে,ন'মাস যুদ্ধ করার ফলে ১৬ই ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ বিজয় অর্জন করে। দেশটা রক্তের বিনিময়ে কেনা, লাল-সবুজের জাতীয় পতাকা ১০:৬। ২৬ মার্চকে আমরা বিজয় দিবস হিসাবে চিনি, বাওবি বইয়ে দেখা যায় খোকা যখন কারাগারে তখন খোকার বদলে ভাষণ দিয়েছেন জিয়াউর রহমান। এই খোকাটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে তাঁর ১০৪ তম জন্মদিন। শ্রদ্ধা জানাই এই বীরকে, তিনি অমর হয়ে থাকুক বাঙালির হৃদয়ে।লাল গোলাপের শুভেচ্ছা জানাই।
দশম (বিজ্ঞান) শ্রেণির ছাত্র
শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।