
মিরজাদা সোহেল, মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বন্যা দূর্গতদের মাঝে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম ওবায়দুল হক খন্দকারের কন্যা বিএনপি নেত্রী আইরিন পারভিন খন্দকারের উদ্যোগে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ। এই সময়ে সার্বিক ত্রাণ কায্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য ও মীরসরাই উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সাবেক ছাএদল নেতা পারভেজ ভূইয়া,সাবেক মীরসরাই উপজেলা ছাত্র দল সদস্য শাহাজান শরিফ প্রমূখ এবং মীরসরাই উপজেলার বিএনপি র অন্যান্য নেতাকর্মীবৃদ্ধ।ইতিমধ্যে মীরসরাই উপজেলার জনপদে বিএনপির নারী নেত্রী হিসেবে সাবেক এমপি ও বিএনপি নেতা মরহুম ওবায়দুল হক খন্দকার কন্যা বিএনপি নেত্রী আইরিন পারভিন খন্দকার সার্বজনীন স্বীকৃত তিনি সবসময় মীরসরাই উপজেলার মানুষের সেবা করে যাচ্ছেন।