মীরসরাই উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষনা পত্র বাস্তবায়নে লিফলেট বিতরন

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে বীর চট্টলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এবং জোরারগঞ্জ থানা আওতাধীন বারৈয়ারহাট পৌরসভা,বারৈয়ারহাট পৌর সদর, বারৈয়ারহাট বাজার এবং আরো বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মীরসরাই উপজেলার প্রতিনিধি নেতৃবৃন্দ। এই সময় জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা মীরসরাই উপজেলার প্রতিনিধিবৃন্দদের উদ্যোগে বারৈয়ার হাট সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে গুলি বিদ্ধ মরহুম শহীদ সাইদুল ইসলাম শাহী নামে বারৈয়ার হাট পৌর সদরের জিরো পয়েন্ট এর নাম ফলক স্হাপন করেন সর্বসস্ততরের ছাত্র-জনতা। লিফলেট বিতরন শেষে নব ফলক উম্মোচিত জুলাই বিল্পবী শহীদ শাহী চত্বরে এক পথসভায় উপস্হিত জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা এবং মীরসরাই উপজলা প্রতিনিধি নেতৃবৃন্দ-ফজলে রাব্বি চৌধুরী, মীরজাদা সোহেল, সাইফুল হাওলাদা,তাহমিদ খান,শাকিব খান হৃদয়,রবিন,তানভীর শাহরিয়ার, মোহাম্মদ হোসেন, গিভনী,এইচ এম আজিজুল,রফিকুল ইসলাম,মেহেদি, অভি, ইমন,শহীন প্রমুখ। এতে সকল নেতৃবৃন্দ জাতীয় সংস্কার ও ফ্যাস্টিট স্বৈরাচারের সর্বোচ্চ বিচার দাবি জুলাইয়ের প্রেরণায় দিতে হবে ঘোষণা প্রত্র দাবি জানায়।

মন্তব্য করুন