মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩টি শ্যালো মেশিন ও প্লাটফর্ম অচল করা হয়। এছাড়া তেলভর্তি জেরিকেন এবং প্রায় ১৫০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

১৯ অক্টোবর, রবিবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের আজম নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সময় উপস্থিত কাউকে পাওয়া যায় নি। এ অভিযান অব্যাহত থাকবে।পূ

মন্তব্য করুন