বিনোদন ডেস্ক : ডানা ঘূর্ণিঝড়ের দাপটে ভারতের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাত। জলমগ্ন কলকাতা শহরের বেশকিছু অঞ্চল। ঠিক এমনই দুর্যোগের মাঝে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য দুশ্চিন্তায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে সতর্কবার্তা দিয়ে মিমি লিখলেন, একটু দয়ালু হোন এবং সুরক্ষিত থাকুন। সতর্ক থাকুন সবাই। মিমির শেয়ার করা ইনস্টাগ্রাম অ্যালবামেই ধরা পড়লো দুর্যোগের ছবি। মিমিও ঘরে বসে রইলেন না। নামলেন রাজপথে। আর সেই গাড়ির ভেতর থেকেই তুলে ধরলেন তিলোত্তমার জলছবি।