মাস্টার সিরাজুল ইসলাম মোটর সাইকেল দুর্ঘটনায় আহত

উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর

খবর ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়ার সাং গঠনিক থানা আমীর, বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মাস্টার সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২১এপ্রিল সোমবার দিবাগত রাত পৌনে ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনায় আহত হয় বলে জানা যায়।
সূত্র জানা যায়, ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে কেরানি হাট থেকে সাংগঠনিক কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাজালিয়া গ্রামের বাড়িতে যাওয়ার সময় কেওঁচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত দস্তিদার হাটের একটু পশ্চিমে কেরানিহাট বান্দরবান সড়কে বৃষ্টির জমে থাকা পানি ও কাদায় স্লিপ করে পিছলে পড়ে যায়। পরে সিএনজি গাড়ি এসে ধাক্ষা দেয় বলে জানা যায়। উনার ডান হাত ও ডান পা খসে তেতলে হয়ে যায়। তাহার পিছলে পড়ার বিষয়টি এলাকাবাসী ও পথচারীরা দেখলে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আশশেফা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
আশশেফা হাসপাতালের ডাক্তার খোরশেদ আনোয়ারের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। তিনি দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম আহত হওয়ার খবর পেয়ে আশশেফা হাসপাতালে ছুড়ে আসেন
উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, কেওঁচিয়া ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার নুর হোছাইন, কেওঁচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি ইসমাইল মোহাম্মদ রাশেদ, কেওঁচিয়া ইউনিয়ন শাখা জামায়াত নেতা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।এছাড়াও জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা আশশেফা হাসপাতালে এসে ভীড় জমান।
এব্যাপারে উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।এবং আশঙ্কা মুক্ত ও স্বাভাবিক আছে বলে জানান।
এব্যাপারে কেওঁচিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর আহত হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত স্বাভাবিক আছেন। তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন বলেও জানান।

মন্তব্য করুন