মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

মোঃ দেলোয়ার হোসেন : মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখ শুক্রবার বিকালে জেলার সদর উপজেলার বাড়িয়া গ্রামে প্রায় দুইশত গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে একটি করে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। মাসফার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে এডভোকেট আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম এবং এস এম সালাউদ্দিন সশরীরে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। নিজেদের নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন