দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি সম্পাদক পরিষদের
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকমল হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতারা।
রোববার (৫ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন ও দপ্তর সম্পাদক আক্তার হোসেন মিলন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি সাংবাদিক আকমলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, “ঘটনাটি আমি গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় জড়িত যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, প্রশাসন সবসময় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী এলাকায় এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী আকমল হোসেন শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এই হামলার নেতৃত্ব দেন শিবালয় উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম সাদ্দাম।ই