শেরপুর আগমন উপলক্ষে শুভেচ্ছা।
এসডি সোহেল রানা, শেরপুর থেকে : বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী মহোদয় শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।