
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের স্পোকেন ইংলিশ কোর্স সমাপনীতে, মেধার কোন বিকল্প নাই,,ইউএনও রফিকুল
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্পোকেন ইংলিশ কোর্স এর সমাপনী অনুষ্ঠান আজ ১৭ই ডিসেম্বর, ২০২৪ইং তারিখে উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি কাউছারুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজা হকের সঞ্চালনায়, পবিত্র কুরআর তেলোয়াতের এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে কোর্সভুক্ত কয়েকজন শিক্ষার্থী ইংরেজিতে তাদের মনোভাব প্রকাশ করে। এরপর শিক্ষার্থীদের মাঝে প্রসংশাপত্র বিতরণ করা হয়।
গত মে ১৮ উপজেলা পরিষদের সহায়তায় কোর্সটি শুরু হয়। কোর্সটি পরিচালিত হয় টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক মুনজেরিন শহীদ এর দ্বারা। সীতাকুণ্ড উপজেলার প্রায় ১৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পোকিং ইংলিশ এর প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজিতে কথা বলায় দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন আয়মান সাদিক, টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী এবং মুনজেরিন শহীদ, টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক-উপদেশমূলক বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রহিম। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড এর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং সংগঠনের উপদেষ্টাগণ।
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবামূলক সংগঠন যেটি বর্তমানে সীতাকুণ্ড উপজেলা ব্যপী সমাজকল্যাণমূলক কাজ করছে। শিক্ষা, নারীদের স্বাবলম্বি করে তোলা, যুব উন্নয়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে সংগঠনটি। সংগঠনের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন,সীতাকুন্ড কে তিনি একটি মডেল উপজেলা করতে কাজ করে যাবেন।