
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ ভালুকা পৌরসভার ২০২৪/২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৬৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ১৫৯ টাকা ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ডাক্তার এ.কে.এম মেজবাহ উদ্দিন।
ঘোষিত বাজেটের রাজস্ব আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬ লাখ, ব্যায় ১১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৭৪ কোটি ৩৫ লাখ, ব্যায় ৪৫ কোটি ৬৬ লাখ আর রাজস্ব উদ্ধৃত দেখানো হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা।
বাজেট ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শওকত আলী, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ. রউফ, আওয়ামী লীগ নেতা ইকবাল তালুকদারসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।