
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক সহ আংশিক কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ভালুকা উপজেলা যুবদল।
বুধবার ১০ জুলাই সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে উপজেলা যুবদল।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিল টি অনুষ্ঠিত হয়। মিছিলটিতে যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষ করে সংক্ষিপ্ত আলোচনায় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মোঃ তাজমুল হক মন্ডল বলেন, ‘ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।