ভালুকায় ছাত্রলীগের আনন্দ মিছিল

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ ছাত্রলীগ মেদুয়ারী ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখার প্যাডে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম আহমেদ ও আফসানুল ইসলাম খান রাফির যৌথ সাক্ষরিত ১ বছরের মেয়াদে রিয়াজ উদ্দিন সভাপতি ও সৌরভ আহমেদ সানি কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন দেয়া হয় ।

এ উপলক্ষে মঙ্গলবার (১১জুন) বিকালে
নবগঠিত কমিটির উদ্যাগে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিল টি ভালুকা সদর থেকে মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন এলাকা মোটর সাইকেল শোভাযাত্রা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

এ সময় নবগঠিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সানির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হানিফ খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জল মোল্লা, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সহ নবগঠিত ছাত্রলীগের সদস্য গণ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দগণ প্রমুখ।

মন্তব্য করুন