ভারতকে এ হামলার পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি হিনা রব্বানীর

অনলাইন ডেস্ক : পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। ভারতের এ হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভারত আগুন নিয়ে খেলছে।

তাদের এ হামলার পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, ‘ভারতের এই ধরনের হঠকারী পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দ্বিধা করছে না। অথচ হামলার পর তারা ভাবছে যে এই হামলার ফল ভোগ না করেই তারা পার পেয়ে যাবে।

হিনা রব্বানী খার বলেন, ‘পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল। মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন। বা:প্র।

মন্তব্য করুন