শৈলুমং মার্মা (রুমা) বান্দরবান : বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব (মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ) শুভ প্রবারণা পূর্ণিমা। প্রবার্ণা হলো আত্মশুদ্ধির। এ উপলক্ষে হাজারো ফানুস ও হাজারো প্রদীপ এবং পিঠা উৎসব শুরু হয়েছে রুমা উপজেলা, গালেংগ্যা ইউনিয়নে পূর্ণবাসন পাড়া অশুভকে বিদায় জানিয়ে শান্তির প্রার্থনায় মুখর হয়ে উঠবে পুরো বৌদ্ধ সম্প্রদায়েরা। ৬ অক্টোবর থেকে পালিত হয় বৌদ্ধদের অন্যতম বৌদ্ধ সম্প্রদায়ের বর্ণাঢ্য উৎসবের আয়োজন। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়ন পূর্ণবাসন স্হানীয় বাসীও যুবক- যুবতী বৃন্দ।
বৌদ্ধদের মতে, আষাঢ়ের পূর্ণিমা থেকে শুরু হওয়া ৩ মাসব্যাপী বর্ষাবাস শেষে আসে প্রবারণা পূর্ণিমা। প্রতিবছর পূর্ণিমাটিতে তারা এই ধর্মীয় উৎসব পালন করেন। মারমা সম্প্রদায়ের মানুষ প্রবারণাকে বলেন ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’। এই দিনটি উপলক্ষে প্রার্থনা করা হয় সমগ্র মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায়। বিশ্বাস করা হয়, রাজকুমার সিদ্ধার্থ গৌতম সন্ন্যাস গ্রহণের সময় চুল কেটে আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই স্মরণে ‘চুলামনি’ উদ্দেশ্যে আকাশে ফানুস উড়িয়ে প্রবারণা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এই উৎসকে ঘিরে পাহাড়ের প্রতিটি কোণজুড়ে তৈরি হয় প্রাণের মিলনমেলা। উৎসবে থাকে বিভিন্ন ধরনের উৎসব বিহার বৌদ্ধ স্নান সুগন্ধী পানি যেটা মার্মা ভাষা অনুবাদ করতে গেলে (নাইসাপ্রু-নাইসানি) বলে থাকে নিস নিস দায়ন্তে পালন করা হয় পাড়া স্হানীয় বাসীন্দারা। অনুষ্ঠানে আরো থাকছে, পিঠা তৈরি, ফানুস ও বানানো এবং ফানুসের মধ্যেও থাকছে নতুন ধরণে—ড্রাগন, বালিশ, হাতির মতো বিভিন্ন ধরনের আকৃতির ফানুস।
তৈরিতে ব্যস্ত সময় পার করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়ন পূর্ণবাসন পাড়া যুবক- যুবতীবৃন্দ তারা জানান, সকালে (বিহারে আহারের)জন্য দিন রাত এক করে পরিশ্রম করছি আমরা। এবারের মূল আকর্ষণ হলো পিঠা বানানো থাকবে বিভিন্ন ধরনের ছোট খাটো অনুষ্ঠান করে থাকি পাড়াতে যতটুকু সামর্থ থাকে ততটুকু করবো বলে জানান পূর্ণবাসন পাড়া যুব সমাজ। আরো জানান যে গত বছর চাইতে এই বছরে ভালো ও সুন্দর হবে শুভ প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের উৎসব আয়োজন করতে পেরেছি শুভ ও সুন্দর হোক এই আশাবাদী ফানুসের মধ্যেও থাকছে বিভিন্ন ধরনের—ড্রাগন, বালিশ, হাতির মতো বিভিন্ন ধরনের আকৃতির ফানুস প্রবারণার দিন আকাশে উড়ানো হবে বলে জানান।
রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়নে বৌদ্ধ সম্প্রদায়ের স্হানীয় বাসীরা জানান যে সুষ্ঠু স্বাভাবিক ভাবে ধর্মীয় উৎসব (মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ) শুভ প্রবারণা পূর্ণিমা কে সুন্দর ভাবে বিদায় জানাতে পারবো বলে আশাবাদী সরকার কাছে। সেখানে উপস্থিত আছেন রুমা গালেংগ্যা ইউনিয়নের পূর্ণবাসন পাড়া যুব কল্যান সংঘের সভাপতি উক্যওয়াং মারমা, সিনিয়র সহ-সভাপতি লুহলামং মারমা, সহ-সভাপতি শৈলুমং মারমা, সাধারণ সম্পাদক অংশৈনু মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক উশৈওয়াং মারমা, কোষাধ্যক্ষ উশৈশিং মারমা, সাংগঠনিক সম্পাদক ক্যক্যথুই মার্মা, সাংগঠনিক সম্পাদক উয়ইপ্রু মার্মা, সাংস্কৃতিক সম্পাদক হলাথোয়ইঅং, সহ-সাংস্কৃতিক সম্পাদক উওয়েইচিং মার্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মংমে প্রু মার্মা, দপ্তর সম্পাদক মংহাসিং মারমা,সহ আরও অনেকে নেতৃবৃন্দরা।