
নিজস্ব প্রতিনিধি : বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ উপজেলা বিআরডিবি হল মিলনায়তনে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শওকত আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ খোরশেদ আলম, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ওসমান গনি, সাবেক বিএনপি সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি ৬নং ওয়ার্ডের সভাপতি হাজি আবু আকতার।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক হেলাল উদ্দিন টিপু, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বিএনপির নেতা সরোয়ার আলমগীর।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম, মো: লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সহসভাপতি ফারুক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, এমরান চৌধুরী, প্রভাষ চক্রবর্তী, এস,এম নাঈম উদ্দিন, জাহিদ হাসান, খোরশেদ আলম।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মোঃ আবছার। এসময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা বকতেয়ার, পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, মাহমুদুল হক মেম্বার। বৈষম্য বিরোধী আন্দোলনের মো: শাকিল, মো: মামুন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক নজির আহমদ, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রিদুয়ানুল হক, বনী হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আবু তালেব, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, ঠিকাদার মোঃ ইউছুপ, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, যুবদল নেতা মো: সিরাজুল ইসলাম, দলিল লিখক কফিল উদ্দিন, বিনয়বাশী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সংস্কৃতি কর্মী সবুজ অরন্যসহ সরকারী- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ,ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি ইউএনও রহমত উল্লাহ বলেন- সাংবাদিকরা জাতির মিরর, এ পেশায় স্বচ্চতায় সমাজ-দেশ উন্নয়ন করা সহজভাবে সম্ভব। তাই তিনি সাংবাদিকদের বধন্যতায় সমৃদ্ধিশালী দেশ বিনির্মান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।