বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন

এস.পি.সেবু, বিশ্বনাথ(সিলেট) থেকে : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ‘১ম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ইং’ দ্বিতীয় পর্ব – কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আজ ১১ মার্চ মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন, মাওলানা এম মুখতার হোসাইন, উপ-পরিচালক আলোকিত সুর।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠান বিচারক মাওলানা এম মুখতার হোসাইন বিজয়ীদের নাম ঘোষণা করেন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, দ্বিতীয় স্থান অর্জন করেন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, তৃতীয় স্থান অর্জন করেন, মিডিয়া কর্মী বিজয় কর্মকার।

এছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ ছালেক উদ্দিন, অনলাইন অ্যাক্টিভিস্ট এস.এ. সাজু, মাওলানা সাঈদ আহমদ, মোঃ ইয়াসিন মির্জা, ফেরদৌস হাসান নাঈম প্রমুখ।

উল্লেখ্য গত ১০ মার্চ প্রতিযোগিতার প্রথম পর্ব ক্বেরাত ও গজল বিজয়ী এবং দ্বিতীয় পর্ব কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ১৩ মার্চ রোজ বৃহস্পতিবার পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন