
এস.পি.সেবু, বিশ্বনাথ (সিলেট) থেকে : বিশ্বনাথে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়ায় অভিযুক্ত ১ জন কে আজ আটক করছে বিশ্বনাথ থানা পুলিশ।
জানা গেছে, সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের একটি পরিবার ভাড়াটে বসবাস করে আসছিল। তাদের ৬ বছরের শিশুকে ধর্ষণ করে ওই গ্রামের মুবাশ্বির আলী (৩৫) নামের এক ব্যাক্তি। এ ঘটনায় অভিযুক্ত হিমিদপুর গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে মোবাশ্বির আলীকে আ ট ক করেছে বিশ্বনাথ থানা পুলিশ! তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আটক ধর্ষকের বিরুদ্ধে নারীর শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।