নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধান নির্বাচন কমিশনার, আপিল বিভাগের বিচারপতি ও দেশবরেণ্য ইসলামী স্কলার মরহুম মোহাম্মদ আবদুর রউফের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) বাদ আছর মহাখালিস্থ গাউসুল আযম জামে মসজিদে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সিনিয়র আইনজীবী, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বসিরউদ্দিন, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন, বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. কে. রহমান, সাবেক পররাষ্ট প্রতিমন্ত্রী আবুল হাসান,সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নানসহ বিশিষ্ট ব্যক্তিগত উপস্থিত ছিলেন।
জমিয়তে মোদার্রেছিনের মহাসচিব প্রিন্সিপ্যাল শাব্বির আহমদ মোমতাজী মিলাদ মাহফিল পরিচালনা করেন। পরে মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।
মিলাদ-পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। তিনি শুধু আমারই প্রিয় মানুষ ছিলেন না, এখানে এসে বুঝলাম তিনি অনেকেরই অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।ই