বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় ও ইছালে সাওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের আয়োজনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এতে বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সভাপতি ও শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেট মোতোয়াল্লি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, আবদুল্লাহ আল নোমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন। তার আদর্শ, নেতৃত্ব এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা (মা.জি.আ)।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মোত্তালিব আল কাদেরী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা হোসাইন আল কাদেরী, আহমদ নবী, মো. সাহেদ আলম চৌধুরী, মো. হোসেন চৌধুরী, ডা. মো. সেলিম চৌধুরী ও মাসুদ আলম চৌধুরী।

মন্তব্য করুন