ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দগণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন বারদোনা ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠি হয়েছে।
নেত্রবৃন্দ উপস্থিত সকলকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানিয়ে বলেন, ছাত্রদের বিপ্লবের ফলে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য থাকতে পারবে না, তিনি সমাজের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শকে বুকে ধারণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। জুলাই বিপ্লবের আহত পঙ্গু ভাইদের আর্তনাদ এখনো থামেনি, শহীদদের রক্ত এখনো শুকায়নি, এই মুহূর্তে দেশের সংস্কার ও খুনিদের বিচার নিশ্চিত করা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুসকে দেশের সংস্কার ও খুনিদের বিচার নিশ্চিত করতে অনুরোধ জানান। উপস্থিত জনসাধারণকে বলেন, আগামী নেতৃত্ব ইসলামী নেতৃত্ব, সমাজের প্রত্যেক স্তরে ইসলামী নেতৃত্বে প্রতিষ্ঠা সময়ের গুরুত্বপূর্ণ দাবি বলে মন্তব্য করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুরুতে দারসুল কুরআন পেশ করেন, শহীদ সাকিবের ভগ্নিপতি, মাওলানা নিজাম উদ্দিন সাহেব, উক্ত ঈদ পূর্ণমিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা আমীর মাওলানা মাহমুদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা খানে আলম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক, মাওলানা নোমান সাহেব, সদর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা হাফেজ মুহাম্মদ রিদওয়ান করিম, সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন, অর্থ সম্পাদক: মাওলানা আনোয়ারুল হক, অফিস সম্পাদক, সাইফুল ইসলাম রুবেল, ওলামা সম্পাদক, মাওলানা হোসেন সোহেল প্রমুখ।
অত্র ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি- মোঃ সোলাইমান কাদেরের সভাপতিত্বে
মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন আমীর, মাওলানা মাহমুদুল হক সাহেব।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ হামেদ হাসান।