বারদোনা আল আমিন আদর্শ মহিলা মাদ্রাসার “দাখিল পরীক্ষার্থীদের” বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহি বারদোনা দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান বারদোনা আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

মোঃ কলিম উল্লাহ, বিশেষ প্রতিনিধি : সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহি বারদোনা দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান “আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ৭ এপ্রিল, সোমবার মাওলানা আজিজুল হকের সঞ্চালনালয়ে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী চট্টগ্রাম বিএস গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস, এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব এস, এম মাহবুবুর রহমান বলেন, ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকদের কথা স্মরণ করবে, পরীক্ষা দিতে কোন মনোবল হারাবে না। মনোযোগ সহকারে প্রশ্ন উত্তর ঠিক ভাবে দিয়ে আসবে, আমি তোমাদের জন্য দোয়া করি।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহ মজিদিয়া আব্দুল বারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার জাফর আহমদ। কলাউজান শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রধান সুপার মাওলানা আব্দুল হালিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ এনামুল হক, গারাংগিয়া ইসলামীয়া রাব্বানীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, অত্র মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক, অত্র মাদ্রাসার মডেল সহকারী শিক্ষক মাষ্টার রোকন, গারাংগিয়া ইসলামীয়া আলিয়া মাস্টার্স অনার্স মাদ্রাসার শিক্ষক মাষ্টার মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমদ, ডাঃ এরফানুল হক চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আফিফা খানম, জান্নাতুল মাওয়া মিলি প্রমুখ।

এসময় অত্র মাদরাসার সকল শিক্ষক/শিক্ষিকাসহ পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মাওলানা হাবিব উল্লাহ মুনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন