
শোক সংবাদ :
সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ০৮ নম্বর ওয়ার্ড, মৌলভী পাড়া নিবাসী (এসএম বাকীবিল্লা শিবলী ভাইয়ের শ্রদ্ধেয় আব্বাজান) ও এলাকার প্রবীণ মুরব্বী খলিফায়ে গারাংগিয়ার জনাব “মাওলানা আব্দুল হক হক্কানী সাহেব ইন্তেকাল করেন। তিনি হার্ট অ্যাটাক করে আজ ২৪ ডিসেম্বর, রোববার বিকাল ৬:০০ টার সময় চট্টগ্রাম মেডিক্যালে সিসিইউতে ইন্তেকাল করেছেন।
আমি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক প্রকাশ:
সাংবাদিক
মো: গিয়াস উদ্দিন
প্রকাশক ও সম্পাদক : আমাদের খবর
www.amaderkhabor.com