
অপকর্মকারি ড্রাইবার নাজিম্যা ও তার পরিবার সদস্যবৃন্দগণ
বারদোনায় ড্রাইবার নাজিম্যা ও তার ছেলের ছুরির আঘাতে আহত জোবায়ের। গত ২৬ জুলাই, শুক্রবার সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। আহত জোবাইর উক্ত ওয়ার্ডের মো: সিরাজুল ইসলামের পুত্র। সূত্রে, দীর্ঘদিন থেকে নাজিম্যা ও তার ছেলে স্ত্রীসহ সকলে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসলেও ধরাছোয়ার বাইরে। অনেকের অভিযোগ ওয়ার্ড মেম্বার ড্রাইবার ছফুর ও কিছু অসাধু ব্যক্তির অনুসারি তারা। যার ফলে অপকর্ম করলেও কোন সমস্যা বা বাধা বিঘ্ন নেই। তাদের বিরুদ্ধে এমনকি মেম্বারসহ সকলের বিরুদ্ধে থানা ও আদালতে বেশ মামলা রয়েছে। মামলা হলেও জামিন নিয়ে অপকর্ম অব্যাহত রাখে। এখনও মামলা হয় নাই, তবে প্রক্রিয়াধীন বলে জানান আহত জোবায়ের ও স্থানীয়রা। বিস্তারিত নিয়ে প্রতিবেদন আসবে।