চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।
অভিযানে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় অক্সিজেন থেকে ২নং গেটগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. জালাল হোসাইন আশফাক (২০) ও মো. নাঈমুল হক নাহিয়ান (১৯)।
তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র মজুদ ও সন্ত্রাস বিরোধী আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।আ