নিজস্ব প্রতিনিধি : স্বৈরাচারী শেখ হাসিনাকে কওমি জননী উপাধিদানকারী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পলাতক খতিব মাওলানা রুহুল আমিনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত শুক্রবারে বায়তুল মোকাররমে সহস্রাধিক মাদরাসার ছাত্র নিয়ে জোরপূর্বক জুমার নামাজে ইমামতি করার চেষ্টাকালে মসজিদের ভেতরে তুমুল হট্টগোল, মারামারি ও ভাঙচুরের ঘটনার জের ধরে জাতীয় মসজিদের খতিবকে গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশন থেকে তার অপসারণ সংক্রান্ত পত্র ইস্যু করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সচিব আশরাফুল মবিন খান স্বাক্ষরিত সূত্র নম্বর ১৬.০১.০০০০.০০১.০১.৬২৮.২২.৭৬০ তারিখ ২২/০৯/২০২৪ নং পত্রে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা রুহুল আমিন তার দায়িত্ব পালনকালে মাঝে মাঝে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। জুমার নামাজে অনুপস্থিত থাকায় ইফা কর্তৃপক্ষ গত ২৯ আগস্ট তাকে কারণ দর্শানো হয়। এছাড়াও গত ২০ সেপ্টেম্বর খতিব রুহুল আমিন নামাজ পড়াতে এলে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। এতে খতিবের অনুগত ছাত্র -বহিরাগত লোকদের দ্বারা অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়। পুরো বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি পুরো ঘটনার জন্য ৩ শতাধিক লোককে দায়ী করে এবং খতিব মাওলানা রুহুল আমিনকে অপসারণ করে তার স্তরে একজন যোগ্য আলেমকে খতিব হিসেবে নিয়োগের সুপারিশ করে। খতিব রুহুল আমিনকে জুমার নামাজের জন্য বহাল রাখলে ভবিষ্যতে আরো এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি বারবার সৃষ্টি হতে পারে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমতাবস্থায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সুষ্ঠু ও সুন্দরভাবে নামাজ পরিচালনার স্বার্থে খতিব রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হলো।
এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পান গওহড়ডাঙ্গা মাদরাসার মুহতামীম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেতকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি। নমিনেশন পাওয়ার আগেই তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য এলাকায় পোস্টারিং করেছিলেন। তাকে নমিনেশন না দেয়ায় তিনি হতাশ হয়ে যান। কিছু দিন পর তাকে জাতয়ি মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়। কওমি অঙ্গনে তিনি আওয়ামী পন্থী মাওলানা হিসেবে পরিচিত ২০১৮ সালের ৪ নভেম্বর কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানকে কেন্দ্র করে এক সম্বর্ধনা অনুষ্ঠানে তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কওমি জননী হিসেবে আখ্যায়িত করেন।ই