শৈলুমং মার্মা (থানচি) বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলার সদরঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দোকানদার জসিমং মার্মা ও তার স্ত্রী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও শব্দ শুনে পার্শ্ববর্তী দোকানিরা ছুটে আসেন। খবর পেয়ে রুমা ব্যাটালিয়ান-৯ বিজিবির সদস্যরা ছয়টি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভলেও দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকের স্ত্রী জানান, মাত্র দুই দিন আগে ব্যবসার জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দোকানের নতুন মালামাল আনা হয়েছিল। আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় এগিয়ে এসেছে রুমা মুসলিম ঐক্য পরিষদ। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে নগদ ৫,০০০ টাকা ও শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়। সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন রুমা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন শাওন, সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।