আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে “ঢাকার শেকড়” এর সহযোগিতায় “প্লাস্টিক দূষণ থেকে পাহাড়ের পরিবেশ সুরক্ষা বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করা হয়।
বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনির সভাপতিত্বে
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোস্তফা কামাল মজুমদার, সম্পাদক, গ্রীনওয়াচ, সভাপতি, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বাংলাদেশ পানি ও পরিবেশবিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মেহেদী মাসুদ, কৃষিবিদ জনাব হাজী মোতালেব মাসরাকি, ট্রাস্টি, ঢাকার শেকড় জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভূঁইয়া প্রমুখ।