
মো: গিয়াস উদ্দিন : ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবানে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে “বিশ্ব সাদাছড়ি দিবস” পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) এ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাড্য র্যালীও বের করা করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেয় অতিথিরা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।