ফিলিস্তিনের উপর ইসরাইলীর হামলা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর ডেস্ক : ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলী আগ্রাসানের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭এপ্রিল ২০২৫ইং, সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মডেল মসজিদ থেকে শুরু হয়ে কেরানি হাটের উত্তর পাশে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে গিয়ে পুনরায় ফিরে এসে বান্দরবন রাস্তার মাথায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন,
নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর হামলা করেছে। তিনি যেভাবে গণহত্যা চালিয়েছে, তাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লংঘনের জন্য দ্রুত গ্রেফতার করতে আন্তজাতিক অপরাধ আদালতকে আহবান জানাচ্ছি। ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মিছিলোত্তর সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজারেরও অধিক লোক নিহত এবং আহত হয়েছেন আরও লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি। নিহত এবং আহতদের অধিকাংশই নারী ও শিশু। এদিকে গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। এছাড়াও ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইল নিজেদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার বিশ্ববাসীকে জানান দিলো।

উক্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্টেন্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের,আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অফিস সম্পাদক নুরুল হক, কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল ও এম ওয়াজেদ আলী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিনসাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন,লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, চন্দনাইশ উপজেলা আমীর কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি আবুল কালাম আযাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, কেরানি হাট শহর শাখা সেক্রেটারি আব্দুল মালেক, কেওঁচিয়া ইউনিয়ন শাখা আমীর মাস্টার নুরুল হোসাইন, বাজালিয়া ইউনিয়ন সভাপতি মাশুকুর রহমান,কেওঁচিয়া ইউনিয়ন সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফ উল্লাহ মোহাম্মদ আরমান ও জামায়াত নেতা শাহাদত প্রমুখ।

গাজার নির্যাতিতদের পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল


স ম জিয়াউর রহমান : বিশ্বব্যাপী ইসরাইলি বর্বরতায় নির্যাতিত মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গাজার পক্ষে জোরালো আওয়াজ তোলেন এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানান। সমাবেশে বক্তারা বলেন, “গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ।

সমাবেশে গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী ‘জিহাদ’-এর অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। শত শত মানুষ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন।

প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা তৈরি করে সেটিতে জুতা মেরে চরম ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকাটি আগুন দিয়ে দাহ করা হয়—যা প্রতীকি প্রতিবাদের এক দৃশ্যমান রূপ হিসেবে উপস্থিত সকলকে উদ্দীপ্ত করে।

ফিলিস্তিনীদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিকদলের বিক্ষোভ মিছিল

কাইযুম চৌধুরী, সীতাকুণ্ড থেকে : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দুপুরে সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পন্হিছিলা উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল বের করে।বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর নেতা ইমরান খান নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মিছিলে।
বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌর সদরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাগন, বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বক্তারা।সাথে সাথে ইসরাইলী পন্য বর্জনেরও আহবান জানান।

ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ, নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লোহাগাড়ায় ধর্মপ্রাণ মুসলিমদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞসহ বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন।

৭ এপ্রিল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি লোহাগাড়া উপজেলা শহরের বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে মিলিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন রকমের প্রতিবাদ মূলক স্লোগান ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজাসহ বিভিন্ন রকমের উচ্চস্বরে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন একজন মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, অচিরেই গাজার উপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য বিশ্ব নেতাদের মানবিক হওয়ার আহ্বান বক্তারা।

এ সময় উপজেলা ৯ ইউনিয়ন থেকে আগত দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনি-পেষার মানুষ, পেশাজীবি, চাকরিজীবীসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।আ

মন্তব্য করুন