বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদের বাসায়

খবর ডেস্ক :
খবর ডেস্ক, অনলাইন : নিউইয়র্কের আলোচিত মেয়র এরিক অ্যাডামস। সাবেক পুলিশ অফিসার অ্যাডাম প্রথমবারের মতো বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র হিসেবে ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে সিটির নানা সমস্যা তাকে মোকাবেলা করতে হচ্ছে। আর এসবের মধ্যে মেয়রাল নির্বাচনে প্রচারাভিযান থেকে শুরু কলে অদ্যবধি বাংলাদেশী কমিউনিটির সাথে তার গভীর ও মধুর সম্পর্ক গড়ে উঠছে বলে অনেকরেই অভিমত। আর তাই তো মেয়র বাংলাদেশী কমিউনিটির সভা-সমাবেশ থেকে শুরু করে এখন ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। মঙ্গলবার রাতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমদের লং আইল্যান্ডের বাসায় তিনি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। খবর ইউএনএ’র।
আয়োজক গিয়াস আহমেদ জানান, মঙ্গলবার রাতে আমার লং আইল্যান্ডের বাসায় এ মতবিনিময় সভায় যোগ দেন মেয়র এরিক। সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সভা চলে। এসময় মেয়রের জন্য ফান্ড রেইজও করা হয় এবং মেয়র এরিক এডামসকে বাংলাদেশী কমিউনিটির ভালো বন্ধু আখ্যা দেন কমিউনিটি নেতারা। তাকে আবারও সিটি মেয়র পদে নির্বাচিত করার আহ্বান জানান তারা। মেয়র তার বাসায় পৌঁছার পর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বাংলাদেশী খাবার উপভোগ করেন।
গিয়াস আহমেদ ও তার পরিবারের আমন্ত্রণে মেয়রের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির একাংশের সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মাকসুদুল হক চৌধুরী, রিয়েল এষ্টেট ইনভেস্টর নূরুল আজিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনেকে সপরিবারেও অংশ নেন।

মন্তব্য করুন