
আওয়ামী সরকার লুটপাট করে বিদেশে পাচার করে দেশের ব্যা্ংকগুলো শুন্য করে দিয়েছে
নিজস্ব প্রতিনিধি : জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ মেঘা প্রকল্পের নাম করে সীমাহীন দূর্নীতি করেছেন। আজ ব্যাংকে টাকার জন্য গেলে ব্যাংক গ্রাহকের চাহিদা মত টাকা দিতে পারছেনা। টাকা গুলো কোথাই গেল এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম। তাই তিনি দূর্নীতি ও শোষনমুক্ত সমাজ গঠনে জামায়াতের পতাকাতলে সবাইকে সামিল হতে আহবান জানান।
আজ শুক্রবার বিকাল ৩ টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়া কালে তিনি এ কথা গুলো বলেন।
বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কাদেরীর সভাপতিত্বে ও সেক্রেটারী এস,এম আশরাফের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দীন শিকদার, উপজেলা আমীর মাওঃ মিজানুর রহমান, উত্তর জেলা শ্রমিক কল্যানের সহ সভাপতি মোহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলু ও জামায়াত নেতা জসিম উদ্দীন প্রমূখ।
একই সময়ে উপজেলার মুরাদপুর ইউনিয়নে জামাতে ইসলামের কর্মী ও সহযোগী সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়।