বাঁশখালীতে ৪ সিএনজি চোরকে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি : বাঁশখালীতে সিএনজিচালিত টেক্সি চুরি করার সময় শাহাদাত হোসেন (১৯), শাহাদাত হোসেন (২০), একেরাম মিয়া (১৯) ও মোঃ করিম (১৯) নামের চার চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ি থেকে তাদেরকে সিএনজি নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করা হয়।

আটককৃতরা হলো কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র শাহাদাত হোসেন (১৯), একই ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আইশার বর বাড়ির মোজাহের মিয়া পুত্র একরাম মিয়া (১৯) ও ৩নং ওয়ার্ড এলাকার মমতাজির বাপের বাড়ি মৃত আব্দুস শুক্কুরের পুত্র শাহাদাত হোসেন (২০) এবং টৈইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার শহিদের বাপের বাড়ি মোঃ করিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩ দিকে পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের সিএনজি টেক্সি চুরি করে নিয়ে যাওয়ার সময় চার চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। এছাড়াও আটককৃত চোররা চুরি করার জন্য এসেছে বলে স্বীকার করে।

রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আ

মন্তব্য করুন